আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৬৭) নামের এক ব্যাটারি চালিত টমটম চালক নিহত ও খন্দকার নিশাত নামের যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
আহত স্কুল শিক্ষিকা নিশাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সে আদমদীঘি সদরের অবসপ্রাপ্ত সহকারি অধ্যাপক্ষ আনোয়ারুল হক পল্টুর স্ত্রী ও শিশু নিকেতন কেজি বিদ্যালয়ের শিক্ষিকা। নিহত চলক আব্দুল মান্নান আদমদীঘির সালগ্রামের কাজেম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১২ আগষ্ট) সকাণ সাড়ে ৮টার সময় আদমদীঘি হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিশাত নামের ওই শিক্ষিকাকে আব্দুল মান্নান তা ব্যাটারি চালিত টমটমে তুলে নিয়ে বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে শিশু নিকেতন বিদ্যালয়ে যাবার সময় উল্লেখিত সময়ে হাসপাতালের মোড়ে টমটম ঘুরানোর সময় বগুড়াগামী একটি মিনি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এসময় টমটম উল্টে ঘটনাস্থলেই চালক আব্দুল মান্নান নিহত ও শিক্ষিকা খন্দকার নিশাত গুরুত্বর আহত হয়। তাকে প্রথমে ও পরে বগুড়া শজিমেকে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.