আদমদীঘিতে জুয়া খেলার সময় ৬জনসহ ৮জন গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  লুডুর মাধ্যমে জুয়া খেলার সময় ৬জন ও আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে আরও ২জনসহ ৮জনকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

আদমীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিটিসি নিউজকে জানান, গতকাল শুক্রবার রাতে আদমদীঘির ছাতনি হেলালিয়া এলাকায় একটি সংঘবদ্ধ দল লুডুর নামে জুয়া খেলছিল এমন গোপন সংবাদের ভিক্তিতে এসআই রবিউল ইসলাম ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে লুডুর মাধ্যমে জুয়া খেলার সময় হেলালিয়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে জাকির হোসেন (৪০), হেলাল সরদারের ছেলে বাবু সরদার (৩০), ছাতনি হাজিপাড়ার বাজন সরদারের ছেলে ছায়ফুল ইসলাম (৩৭). সান্তাহারের আব্দুর রাজ্জাকের ছেলে মতিন শেখ (৩৫). তারপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মীর হোসেন (৩২) ও ছাতনির ওসমান আলীর ছায়ুর রহমান (৩০) এবং জিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে উপজেলার ডুমুরি গ্রামের আবু বক্কর ছিদ্দীকের ছেলে সুমন (২৯) ও তোতা মিয়ার ছেলে সোহেল (৩২) কে গ্রেফতার করে আজ শনিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.