আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে দুইজন গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৭ জানুয়ারী) রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির পুশিন্দা হিন্দুপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার পুশিন্দা সরদার আবু নাসের সরদারের ছেলে ইমরান হোসেন (৩৩), পুশিন্দা বেগপাড়ার ফজলুর রহমান বেগের ছেলে হিরো বেগ (৪০) ও পুশিন্দা হিন্দুপাড়ার চরাদ্র বর্মনের ছেলে বিপ্লব চন্দ্র বর্মন (৩০)।
পুলিশ জানায়, শনিবার রাতে আদমদীঘির পুশিন্দা হিন্দু পাড়ার জনৈক সারোয়ারের পত্তন রনয়া পুকুর পাড়ের ফাঁকা জায়গায় উল্লেখিত তিনজনকে জুয়া খেলার অপরাধে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু করে রবিবার (২৮ জানুয়ারি) আদালতে পাঠানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.