আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামির আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ট, নিরপেক্ষ ও শান্তিপুর্ন ভাবে করার লক্ষে ৭ দফা দাবী সম্বলীত আগামী ১৯ জুলাই ঢাকায় জাতীয় মহা সমাবেশে যোগাদানের লক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে আদমদীঘি উপজেলা সদর ও সান্তাহার পৌরসভা এলাকায় এস লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় আদমদীঘি হাজি তাছের আহমেদ মহিলা কলেজ গেটে এক পথসভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি সদর জামায়াতের আমীর ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা জামাতের আমীর হাফেজ আতোয়ার হোসেন।
আরো বক্তব্য রাখেন, গুনাহার ইউপি চেয়ারম্যান ও বগুড়া-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের, জামায়াত নেতা মাও: গোলাম মোস্তফা, মাও তরিকুল ইসলাম, আব্দুল জোব্বার, আহসান হাবিব মাস্টার, যুব বিভাগের সভাপতি এ্যাড, আহসান হাবিব তুহিনসহ নেতৃবর্গ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.