আদমদীঘিতে জামায়াতের গনমিছিল ও সমাবেশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামির উদ্যোগে গনঅভুত্থ্যান বর্ষপুর্তি দিবস উপলক্ষে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে আসর নামাজ শেষে দলীয় কার্যালয় থেকে গনমিছিলটি বের করা হয়।
মিছিল শেষে আদমদীঘি বাসস্ট্যান্ড চত্বরে আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা: ইউনুছ আলী, মাও: তরিকুল ইসলাম, মাও গোলাম রব্বানী, মাও: গোলাম মোস্তফা, মাও: এমদাদুল হক, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আহসান হাবিব পল্টু, যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা শিবির সভাপতি নকিব রায়হান, জামায়াত নেতা অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু, ইদ্রিছ আলী, রশিদুল ইসলাম রিপন ফরিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবর্গ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.