আদমদীঘিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা উপজেলা সভাকক্ষে সমাপনি সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার শ্রাবনী রায়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল, সান্তাহার প্লাবন ভুমির উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা মৎস্য উৎপাদকারী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক মিহির কুমার সরকার, মৎস্য হ্যাচারী মালিক জাহানুর তালুকদার, সেন্টু সরদার, মৎস্য সম্প্রসারন প্রতিনিধি মাহফুজুর রহমান প্রমূখ।
সমাপনী সভায় এবারের জাতীয় মৎস্য সপ্তাহে বগুড়া জেলার নির্বাচিত শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারী সমিতিকে পুরস্কৃত করাসহ উপজেলায় মৎস্য রেনু, পোনা মাছ ও মাছ বাজারজাত করনে বিশেষ অবদান রাখায় কয়েক জন মৎস্যজীবিকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.