আদমদীঘিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ. বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্নোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষে আদমদীঘি উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৩ জুলাই) সকাল ১০ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন. সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল। আরো বক্তব্য রাখেন, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ডেভিড রেন্টু দাস, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগমসহ নেতৃবর্গ।
সভায় সারাদেশের ন্যায় অত্র উপজেলায় ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ৭দিন ব্যাপি র‌্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ, প্রামাণ্য চিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসুচীতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.