আদমদীঘিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার (চলতি দায়িত্ব) সুমন জিহাদীর সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য অফিসার সুজয় পালেন সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, ডা; শফিউল করিম তালুকদার, অফিসার ইনচার্জ রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, শামিম উল ইসলাম, গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাংবাদিক মিহির সরকার প্রমূখ।
শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধানে বিশেষ অবদান রাখায় কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিম উল ইসলাম শামিম, ছাতিয়ানগ্রাম ইউপি সচিব কুদরত-এ-এলাহী এবং ৬জন গ্রাম পুলিশকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.