আদমদীঘিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩১ জুলাই) বেলা ১১ টায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) পলাশ চন্দ্র সরকার, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, সাবেক মুক্তিযোদ্দা কমান্ডার আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান প্রমুখ।
পরে স্থানীয় পর্যায়ে সফল হ্যাচারী মালিক শিয়ালশন গ্রামের রানা আহমেদ, সফল কৈ মাছ উৎপদনকারি করজবাড়ি গ্রামের আলাউদ্দিন ও সফল পোনামাছ উৎপাদনকারি হিসাবে তালশন গ্রামের সাইফুল ইসলাম রনজুকে পুরস্কৃত করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.