আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় পাটী মনোনীত এমপি প্রার্থী শাহিনুল ইসলাম শাহিন (লাঙ্গল) মার্কা নিয়ে বিভিন্ন গ্রামে তার নেতা কর্মি নিয়ে গনসংযোগের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।
শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল থেকে তিনি নির্বাচনী প্রচারনা হিসাবে আদমদীঘির বামনী গ্রাম, কায়েতপাড়া, কাশিমিলা, দমদমা, সান্দিড়া, তারাপুর, ছাতনীঢেকড়াসহ বিভিন্ন গ্রামে প্রচারনা চালান। #

















