আদমদীঘিতে জমির দখল নিয়ে বিরোধ সংঘর্ষে স্বামী স্ত্রীসহ আহত-৮


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে স্বামী স্ত্রীসহ অন্তত: ৮জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫জনকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভর্তিকৃতরা হলো আদমদীঘির তেঁতৃলিয়া গ্রামের হাফেজ মোবারক আলী, মহিউদ্দিন রেনু, তার স্ত্রী রানী বেগম, রাশেদ আকন্দ, আফাজুল ও হাসান। আজ শুক্রবার (১১ জুন) বেলা ১০টায় উপজেলার তেঁতুলিয়া উত্তর মাঠে জমিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় দুপক্ষই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে।
জানাযায়, আদমদীঘির তেঁতুলিয়া গ্রামের মনিরুজ্জামান ডটেল পক্ষ এবং তুহিন পক্ষদের মধ্যে পৈত্রিক জমি পাওয়া দাবীকে কেন্দ্র করে কিছুদিন যাবত তাদের শরিকদের মধ্যে বিরোধ থানায় বৈঠক ও মোকদ্দমা চলছে। দফায় দফায় বৈঠক করেও কোন সুরাহা হয়নি।
আজ শুক্রবার বেলা ১০টার দিকে তুহিন শরিকগন তাদের বিবাদমান জমি দখলের চেষ্টায় গেলে মনিরুজ্জামান ডটেল পক্ষরা বাঁধা দেয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ৮জন আহত হয় এদের মধ্যে গুরুতন ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদমদীঘি থানার ডিউটি অফিসার সোলায়মান আলী বিটিসি নিউজকে জানান, উভয় পক্ষই লিখিত অভিযোগ করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.