আদমদীঘিতে ছাত্রীকে উত্যক্তা করায় ইভটিজারের ১ মাসের জেল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে ৪র্থ শ্রেনির এক ছাত্রীকে উত্যক্তসহ ইভটিজিং করার অপরাধে শফিকুল ইসলাম ওরফে শাফি (৩০) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। সে আদমীঘির নসরতপুর ইউনিয়নের চাটখইর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসারের কক্ষে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মৌলি মন্ডল ভ্রাম্যামান আদালতে মাধ্যমে এই রায় দেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিটিসি নিউজকে জানান, উক্ত শফিকুল ইসলাম ওরফে শাফি একই গ্রামের চাটখইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির এক ছাত্রীকে অসৎ উদ্যেশ্যে উত্যক্ত ইশারাই কু-প্রস্তাবসহ ইভটিজিং করে আসছিল। এমন অভিযোগ পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত ওই আদেশ প্রদান করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.