আদমদীঘিতে চোলাই মদসহ কুখ্যাত মাদক কারবারি মনসুর গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া আদমদীঘিতে ১৫ লিটার চোলাই মদসহ কুখ্যাত মাদক কারবারি মনসুর রহমান (৬০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার (০৬ আগস্ট) রাত ৮টায় বগুড়া-নওগাঁ মহসড়কের আদমদীঘি অদুরে শাওইল ফিনিসিং সেন্টারের পাশ থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মনসুর রহমান উপজেলা ডুমুরীগ্রামের মনির উদ্দিনের ছেলে। সে একজন চিহিৃত মাদক কারবারি বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, গতকাল শনিবার (০৬ আগস্ট) রাতে নওগাঁ মহাসড়কের আদমদীঘি অদুরে শাওইল ফিনিসিং সেন্টারের পাশে চোলাই মদ বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে থানার উপ পরিদর্শক নাজমুল হক মৃধা সঙ্গীয় ফোর্সসহ উক্ত স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি মনসুর রহমানকে গ্রেফতার করে। এসময় তার মোটরসাইকেলের সিটের পিছনে একটি জারিকেনে রাখা ১৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার ও তার ব্যবহৃত ৮০সিসি ডাইউন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিটিসি নিউজকে জানান, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা করা হয়। আজ রবিবার (০৭ আগস্ট) দুপুরে আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.