আদমদীঘিতে চোরাই মোটরসাইকেলসহ একজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: অভ্যাসগত ভাবে চোরাই মালামাল নিজ হেফাজতে রেখে কেনাবেচা করার অভিযোগে ফজলু আকন্দ (৪০) নামের এক ব্যক্তিকে একটি নম্বর বিহীন একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত ফজলু আকন্দ আদমদীঘি উপজেলার বড়আখিড়া মন্ডলপাড়ার নুর মোহাম্মাদের ছেলে।
মঙ্গলবার (২৫ জুন) সকাল ৬টায় আদমদীঘির বড়আখিড়া গ্রামস্থ মসজিদের পাশে রাস্তা থেকে তাকে গ্রেফতার ও মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড়আখিড়া মন্ডলপাড়ার ফজলু আকন্দ অভ্যাসগত ভাবে চোরাই মালামাল নিজ হেফাজতে রেখে কেনাবেচা করে আসছিল।
এমন গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার সকাল ৬টায় পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ফজলু আকন্দকে গ্রেফতার ও তার হেফাজত থেকে নম্বরবিহীন একটি পুরাতন লাল কালো রংয়ের ডিসকোভার-১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
আদমদীঘি থানার অফিসার ইনচাজৃ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতকে আদাল তে পাঠানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.