আদমদীঘিতে চিকিৎসকসহ আরও ৫জন করোনায় আক্রান্ত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সুরমা ক্লিনিকের এক চিকিৎসক, সেবিকা আয়া ও অপসোনিন কোম্পানীর রিপ্রেজেন্টেটিভসহ আরও ৫জন করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমনে আক্রান্ত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় তাদের নমুনা রিপোর্ট পজিটিভ আসে। তাদেরকে নিজ বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এনিয়ে আদমদীঘি উপজেলায় ২০জনের করোনা শনাক্ত হয়।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: শহীদুল্লাহ দেওয়ান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সুরমা ক্লিনিকে আসা ডা: আনজুমান আরা বেগমের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর গত ৩১ মে সুরমা ক্লিনিকে কর্মরত চিকিৎসকসহ অন্যন্য স্থানের ৬০জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাতে ৩০জনের রিপোর্ট পাওয়া যায়।

এতে সুরমা ক্লিনিকের ডা: মাসুদ আলী (৪৫), সেবিকা লিপি (২৪) ও আয়া তারামনি (৩১) এবং অপসোনিন ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ সম্্রাট (৩২) ও আদমদীঘির আহমুল্লা (৩৫)সহ ৫জনের নমুনা কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। তাদের শরীরে করোনাভাইরাস তেমন উপসর্গ নেই।

তবে তাদের নিজ বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ নিয়ে অত্র উপজেলায় ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হলেও শুধু হিসাব রক্ষন অফিসের অডিটরের উপসর্গ বিদ্যমান।

অপর করোনা শনাক্তকারিরা বর্তমানে সুস্থ্য রয়েছে। সুরমা ক্লিনিকের পরিচালক লিটন দেওয়ান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ডা: মাসুদ আলী দেওয়ানসহ ক্লিনিকের সকলেই নমুনা সংগ্রহের পর থেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.