আদমদীঘিতে চাল ও ধান মজুতের দায়ে দুই চাতাল মালিকের জরিমানা

প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালত আবারও অভিযান চালিয়ে চাল ও ধান মজুতের দায়ে দুই চাতাল মালিকের জরিমানা করেছেন।

আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে আদমদীঘি সদর, ডহরপুরসহ কয়েকটি চাতালে অভিযান চালিয়ে দুইটি চালকলে অবৈধ ভাবে চাল ও ধান মজুত রাখার দায়ে ৬০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্য পর্যন্ত আদমদীঘি বিভিন্ন চালকলে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযান কালে উপজেলার ডহরপুর সামছুল চালকলে অবৈধ ভাবে অতিরিক্ত চাল মজুত রাখার দায়ে চাতাল মালিক সামচুল হকের ১০ হাজার টাকা ও ভাইবোন চালকলে অতিরিক্ত ধান মজুত রাখার দায়ে মালিক হান্নানের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য: গতকাল বুধবার সাইলো সড়কের পামে এক চালকলে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.