আদমদীঘিতে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: যাত্রী সেজে অটোচার্জা (ইজিবাইক) কে উঠে চালক মারুফ হোসেনকে (২৫) খুন করে ইজিবাইক ছিনতাই ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আদমদীঘি থানায় নিহতের মামাতো ভাই নওগাঁর চক বাড়ীয়া গ্রামের দুলাল খানের ছেলে আল আমিন ওরফে সাগর বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে এই মামলা দায়ের করেন। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে কাজ করছে বলে পুলিশ জানান।

উল্লেখ্য: গত ১৬ জানুয়ারী রাতে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত যাত্রী বেশে নওগাঁ সদরের কোমাইগাড়ী সাখিদারপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে ইজিবাইক চালক মারুফ হোসেনকে নওগাঁ থেকে রানীনগর নিয়ে যাবার কথা বলে ইজিবাইক ভাড়া করে। ইজিবাইকটি সান্তাহার-রানীনগর সড়কে ফাঁকা রাস্তায় চালক মারুফ হোসেনকে যাত্রী বেশে ওই দুর্বৃত্তরা গলায় দড়ির ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করার পর আদমদীঘির হেলালিয়া হাটের মৃধাপাড়ার নিকট একটি কাশবনে লাশ ফেলে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.