আদমদীঘিতে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নওগাঁগামী বাসে তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ নাজমুল মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সদস্যরা। নাজমুল ব্রা²নবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফতেপুর গ্রামের সাহাদাত আলী মিয়ার ছেলে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আদমদীঘির পূর্ব ঢাকারোডে বাসে তাকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার সান্তাহার খ সার্কেলের ভারপ্রাপ্ত পরিদর্শক রফিকুল ইসলাম জানান, চট্রগ্রাম থেকে বাস যোগে নওগাঁ মাদক আসছে এমন গোপন সংবাদের ভিক্তিতে শনিবার ভোর থেকে ঢাকা-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পূর্ব ঢাকারোড নামক স্থানে চেকপোষ্ট বসিয়ে সকাল সাড়ে ৭ টায় চট্রগ্রাম থেকে নওগাঁগামী ঢাকা মেট্রো- ব-১৪-২৪৫১ নম্বর নওগাঁ ট্রাভেল্স নামের বাসে তল্লাশি কালে জে-১ নম্বর সিটে বসা নাজমুল মিয়া নামের যাত্রীর দুই পায়ের মাঝ খানে প্লাষ্টিক ব্যাগে রাখা গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.