আদমদীঘিতে চলছে পুরোদমে আলু আবাদের পরিচর্যা বাম্পার ফলনের আশা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় চলতি মৌসুমে আলু আবাদে শেষ মূহুর্তের পরিচর্যা চলছে পুরোদমে। আর কিছু দিনের মধ্যেই জমি থেকে আলু তোলা শুরু করবেন কৃষকরা। আবহাওয়া অনুকুলে থাকায় এবারও আলুর বাস্পার ফলনের আশা করছেন তারা।
আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি মৌসুমে অত্র উপজেলায় একটি পৌর সভাসহ ৬টি ইউনিয়নে এবার উপসি ও স্থানীয় জাতের প্রায় ১ হাজার হেক্টর জমিতে আলু আবাদ করা হচ্ছে।

ইতিমধ্যে আগাম জাাতের আলু তোলা হয়েছে। বাজারে সেই আলুর দামও ভাল পেয়েছেন কৃষকরা। তবে মুল আলুর আবাদ উঠতে আরো ১ মাস সময় লাগতে পারে। এবার আলু আবাদে রোগবালাই কম হওয়ায় ঔষধ প্রযোগ কম করতে হচ্ছে বলে আলুচাষীরা জানান। আমইল গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম জানান, ১২ বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। বর্তমানে আবাদে রাসায়নিক সার প্রয়োগ, আগাছা দমনসহ পুরোদমে পরিচর্যার কাজ চলছে। বিহিগ্রামের আলুচাষী রোস্তম আলী জানায় তিনি ৪বিঘা জমিতে আলু চাষ করেছেন।

আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে বাধাহীন ভাবে আলু গাছ বেড়ে ফল বড় হতে চলেছে। এবারও আলুর বাম্পার ফলন হবে বলে তিনি আশা করেন। উপজেলা কৃষি কৃষিবিদ কামরুজ্জামান জানান, চলতি মৌসুমে আলুর আবাদ সন্তোষ জনক হওয়ায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.