আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট সেবনে দোকান কর্মচারীর আত্মহত্যা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে গোলাম মোস্তফা (৪২) নামে এক দোকান কর্মচারি আত্মহত্যা করেছে। গোলাম মোস্তফা উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিরা গ্রামের মকবুল হোসেনের ছেলে ও ২ সন্তানের জনক।
গোলাম মোস্তফা সান্তাহারে একটি কাপড়ের দোকানের কর্মচারি। এ ঘটনায় আজ সোমবার (২০ সেপ্টেম্বর) থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় পারিবারিক কলহে গোলাম মোস্তফা খাড়ির ব্রীজ কবরস্থান এলাকায় বসে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেছে বলে তার স্ত্রী আছমার নিকট ফোনে জানায়। পরে তার স্ত্রীসহ পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় ৩ ঘন্টা চিকিৎসার পর রাত সাড়ে ১২ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ সোমবার (২০ সেপ্টেম্বর) লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.