আদমদীঘিতে গৃহবধুকে মারধর ও শ্লীলতাহানি মামলায় একজন গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পূর্বশক্রতার জেরধরে এক গৃহবধুকে হত্যার উদ্দেশ্যে মারধরে রক্তাক্ত জখম ও শ্লীলতাহানি মামলায় পুলিশ আব্দুল হান্নান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে ছাতিয়ানগ্রাম কলোনীপাড়ার লাল মিয়ার ছেলে।
১৮ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত গৃহবধু মেমি বেগম (৩২) কে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় আহত গৃহবধুর স্বামী ছাতিয়ানগ্রামের জমির উদ্দিন বাদি হয়ে রাতে আদমদীঘি থানায় আব্দুল হান্নানকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানাযায়, বাদি জমির উদ্দিনের সাথে আব্দুল হান্নানের বিবাদ ছিল। গত রোববার দুপুরে বাদি জমির উদ্দিনের স্ত্রী মেমি বেগম তার বসতবাড়ির সামনে রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলতে গেলে আসামী আব্দুল হান্নান পূর্বশক্রতার জেরধরে মেমি বেগমকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রের আঘাত, লাথি ও কিলঘুষিতে রক্তাক্ত জখম ও পড়নের কাপড়চোপর টেনে শ্লীলতাহানি ঘটায়। পরে স্থানীয়রা আহত মেমি বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। রাতে আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মামলা দায়ের নিশ্চিত করে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.