আদমদীঘিতে গাছ কাটা নিয়ে বিরোধ, মারপিটে আয়কর অফিসের কর্মচারীসহ আহত-৭
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিবাদমান জায়গার একটি কড়ই গাছ কাটা নিয়ে বিরোধে মারপিটে আযকার অফিসের কর্মচারীসহ অন্তত ৭ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে বগুড়ার আয়কর অফিসের সহকারি কর কমিশনারের ব্যক্তিগত সহকারি এমরান হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা ও অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গত শুক্রবার বিকেলে উপজেলার কালাইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় গতকাল রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যায় এমরান হোসেন নিজেই বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে আসামী করা হয়েছে, নওগাঁর শালেবাজ গ্রামের জাহিদুল ইসলাম(৫০), কালাইকুড়ি গ্রামের ইলা (২০), রোস্তাম আলী (৪৫), শুভ (২০) ও নওগাঁ দয়ালের মোড় এলাকার রছি (২২)।
স্থানীয়রা জানান, আদমদীঘির কালাইকুড়ি পশ্চিমপাড়ায় মমতাজুর রহমান ও জাহিদুল ইসলামসহ তার লোকজনের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে। ওই সম্পত্তিতে একটি বড় ইন্ট্রি কড়ই গাছ রয়েছে।
গত শুক্রবার (০৬ নভেম্বর) বিকেলে জাহিদুলের লোকজন গাছটি কাটতে গেলে মমতাজুরের লোকজন বাঁধা দেন। এ নিয়ে দু‘পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উবয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।
এ ঘটনায় আযকর বিভাগের কর্মচারী এমরান হোসেন, জাহিদুল ইসলাসসহ অন্তত ৭ জন আহত হয়। ওসি জালাল উদ্দীন মামলাটি এজাহারভুক্ত করা বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.