আদমদীঘিতে গরু হৃস্পপুষ্টকরন প্রযুক্তি ও দেশী মুরগী পালনে প্রশিক্ষন উদ্বোধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে গরু হৃস্পপুষ্টকরণ প্রযুক্তি ছাগল ভেড়া ও দেশী মুরগি পালন বিষয়ক জনস্বাস্থ্য উন্নয়ন সংস্থার খামারিদের তিন দিনের প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বেলা ১০টায় উপজেলা চাঁপাপুর ইউনিয়ন পরিষদ ভবনে প্রনি সম্পদ গবেষনা ইনস্টিটিউট সাভার আয়োজিত এই প্রশিক্ষন উদ্বোধন করেন বাংলাদেশ প্রানি সম্পদ ইনস্টিটিউটের মহা পরিচালক ড. নাথুরাম সরকার।

জনস্বাস্থ্য উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাউছার আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষনে আরও বক্তব্য রাখেন, প্রানি উৎপাদন গবেষনা বিভাগের এসএসও ড. বিপ্লব কুমার রায়, প্রশিক্ষন পরিকল্পনা ও প্রযুক্তি পরিসংখ্যান বিভাগের পিএএসও ড. নাসরিন সুলতানান, এসএসও ড. জিল্লুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লা বিন রশিদ, জুনিয়র প্রশিক্ষক সহকারি আব্দুল মমিন প্রমূখ।

তিন দিনের এই প্রশিক্ষন কর্মশালায় চাঁপাপুর ইউনিয়নের ৪০জন প্রতিবন্ধী ও ১০ জন খামারি অংশ গ্রহন করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.