আদমদীঘিতে খড়ের পালায় আগুন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের হিন্দু পল্লী রামপুরা পালপাড়া গ্রামে কে বা কাহারা ভয়ভীতি সৃষ্টির লক্ষে সোমবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে দুটি খড়ের পালায় আগুন লাগিয়ে দিয়েছে। এতে করে ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে।
আজ মঙ্গলবার সকালে খবর পেয়ে রামপুরা পালপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সম্পাদক মিহির কুমার সরকার প্রমূখ।
পরে দুপুরে বগুড়া জেলা পুজা উদযানের সভাপতি দিলিপ কুমার দেব, সাবেক সভাপতি অমৃতলাল সাহা, সাংগঠনিক সম্পাদক অসিম কুমার দাস, বগুড়া সদর সাধারণ সম্পাদক আশিষ রায় রামপুরা হিন্দুপাড়া ঘটনাস্থল পরিদর্শন করে আতংক না হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন এবং বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.