আদমদীঘি (বগুড়া) প্রতিনিধ: বগুড়ার আদমদীঘি ছাতিনগ্রাম দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের “উন্নয়নে শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, প্রতিবন্ধী ও গরীব মেধাবী শিক্ষার্থিদের মাঝে শিক্ষা উপকরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১ থেকে ছাতিনগ্রাম উচ্চবিদ্যালয় হলরুমে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জান্নাতুন ফেরদৌসী।
আদমদীঘি উপজেলার নসরতপুর সোশ্যাল ডেভেলপমেন্ট সংস্থা (এন.এস.ডি,এস) এর আর্থিক ব্যবস্থাপনায় ও তার সহযোগি প্রতিষ্ঠান নসরতপুর মহিলা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা মহিলা বিষয়ক সহকারি কর্মকর্তা সোহানুর রহমান, প্রধান শিক্ষক ইসহাক আলী, এনএসডিএস-এর মহা সচিব শিক্ষক আব্দুল আলীম, উপজেলা স্কাউট সম্পাদক সাইফুল ইসলাম, স্কাউট লিডার মোকছেদ আলী,কাব লিডার নুরজাহান বেগম, সাবেক স্কাউট সম্পাদক এনামুল হক প্রমুখ।
বক্তব্য শেষে অত্র বিদ্যালয়ের ১৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, প্রতিবন্ধী ও গরীব মেধাবী শিক্ষার্থিদের মাঝে শিক্ষা উপকরণ, পুরস্কার বিতরণ ও শিক্ষার্থিদের অংশ গ্রহনে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#