আদমদীঘিতে কোরবানির বর্জ্য স্বাস্থ্যবিধি মেনে অপসারণের লক্ষ্যে আলোচনা সভা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলায় পবিত্র ঈদুল আযহার কোরবানির পশুর বর্জ্য স্বাস্থ্যবিধি অনুসরণ করে তড়িৎ অপসারণ করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৮ জুলাই) দুপুরে আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা: কামরুন্নাহার, ওসি জালাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, ইউপি চেয়ারম্যান সামছুল হক খন্দকার, বেলাল হোসেন, এরশাদুল হক টুলু, জিল্লুর রহমান প্রমূখ।
সভায় জনপ্রতিনিধি, বিভাগীয় কর্মকর্তা, চামড়া ব্যবসায়ীসহ অনেকেই অংশ গ্রহন করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.