আদমদীঘিতে কোভিড-১৯‘র চিকিৎসক সাংবাদিক পুলিশসহ ৮০ জনের টিকা গ্রহন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: কোভিড-১৯‘র টিকা গ্রহনে বগুড়ার আদমদীঘিতে চিকিৎসক সাংবাদিক পুলিশ ও নারীসহ স্বত্বপূর্ত টিকা গ্রহন করছেন। গত তিন দিনের অত্র উপজেলায় মোট ৮০জন কোভিড-১৯‘র টিকা গ্রহন করেছেন।
আজ মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারী) আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা (চলতি দায়িত্ব) ডা: মাহবুবুর রহমান, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ও থানার পুলিশসহ ৫০জন এই টিকা গ্রহন করেন। এরমধ্যে নারী টিকা গ্রহনকারি ৫জন রয়েছে।
টিকা গ্রহনকারি খায়রুল ইসলাম জানান, টিকা গ্রহন করে কোন অসুবিধা হচ্ছেনা। বরং ভালই লাগছে।
ডা: মাহবুবুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, রেজিষ্ট্রেশনকারিদের মধ্যে এই টিকা প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত টিকা গ্রহনকারি কোন ব্যক্তির পাশর্^প্রতিক্রীয়ার অভিযোগ পাওয়া যায়নি। সকলেই অনেক আগ্রহ করেই টিকা গ্রহন করছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.