আদমদীঘিতে কৃষক-কৃষানীদের চার দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন উদ্ধোধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে পল্লী উন্নয়ন দল/সমিতির সুফল ভোগীদের অংশ গ্রহনে চার দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে এ প্রশিক্ষন কর্মশালা উদ্ধোধন করা হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালা উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুর রহমান, কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান,পল্লী উন্নয়ন অফিসের জুনিয়র হিসাব রক্ষক এনামুল হক প্রমুখ।
চার দিনব্যাপী এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ৪০ জন কৃষক-কৃষানীকে মাঠ পর্যায়ে ফসল উৎপাদন বৃদ্ধিসহ কৃষি ক্ষেত্রে নানা দিক নিয়ে প্রশিক্ষন দেয়া হবে বলে সংশ্লিষ্ট আয়োজকরা জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.