আদমদীঘিতে কর্মহীন মানুষের মাঝে বিএনপির খাদ্য বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি উদ্যোগে তাদের অস্থায়ী কার্যালয়ে শতাধিক গরীব কর্মহীন ব্যক্তিকে চাল, ডাল, তেল, সাবান, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ, আবু হাসান, সদস্য কামাল হোসেন, যুবদল নেতা হাজি শামিমসহ নেতৃবর্গ এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশমতে বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল প্রদত্ত এই খাদ্য সহায়তা বিতরণ করা হয় বলে যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.