আদমদীঘিতে করোনা ও ওমিক্রন বিস্তাররোধে সভা অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: করোনা ভাইরাস-কোভিড-১৯- এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন জনিত রোগ বিস্তার রোধে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (২০ জানুয়ারী) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা, সহকারি কমিশনার (ভুমি) মমাহবুবা হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধি ইউসুফ আলী, উপজেলা মসজিদের ইমাম মাও: রফিকুল ইসলাম, থানার উপ-পরিদর্শক রকিব হোসেন প্রমুখ।
সভায় খাবার হোটেল দোকানপাট, শপিংমল ক্রেতা বিক্রেতাসহ সর্বসাধারনকে বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারী সকল নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।
অন্যথায় আইনের আওতায় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.