আদমদীঘিতে করোনায় একজনের মৃত্যু


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে করোনায় আক্রান্ত হয়ে দর্জি শ্রমিক ইউনুছ আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ইউনুছ আলী আদমদীঘির সান্তাহার পৌরসভার বশিপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। গতকাল রোববার বেলা ১১ টায় তার মরদেহ পুলিশ পাহারায় দাফন করা হয়েছে।
ইউনুছ আলী এক সপ্তাহ আগে জ্বর শ্বাসকষ্টে ভুগছিল। স্থানীয় ভাবে চিকিৎসা করেও কোন ফল না হওয়ায় তাকে শনিবার প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর করোনা শনাক্ত হয়।
নওগাঁ থেকে শনিবার তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ওই দিন রাতেই তিনি সেখানে মারা যান।
গতকাল রোববার সকালে তার লাশটি গ্রামে আসলে অল্পপরিসরে দাফন সম্পন্ন করা হয়। ওই বাড়িতে লাল পতাকা দিয়ে চিহিৃত করে ও পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ সাজ্জাদ হোসেন বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, এ উপজেলায় ১৯৬ জন করোনা আক্রান্ত ছিল বর্তমানে রয়েছে ১২জন অবশিষ্ট ১৮৪জন সুস্থ্য হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.