আদমদীঘিতে ককটেল বিস্ফোরণ মামলায় পৌর ছাত্রদল সম্পাদকসহ তিনজন গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে যুবলীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ মামলায় জড়িত সন্দেহে পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদকসহ তিনজন বিএনপি কর্মিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ মে) দিবাগত রাতে তাদের বিভিন্ন গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নামাপোওতা গ্রামের আজাহার আলীর ছেলে সান্তাহার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ছনি (২৪), সান্তাহার পশ্চিম লকুকলোনীর এলাহি সরদারের ছেলে যুবদল কর্মি ফেরদৌস মাহমুদ (৪০) ও নসরতপুর ইউপির সাওইল মধ্যপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে রবিউল ইসলাম (৩৮)।
প্রকাশ, গত ২০২২ সালের ২৩ নভেম্বর সন্ধ্যায় আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে দেশে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাদি হয়ে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানসহ ৩৭জন বিএনপি নেতাকর্মির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ পরিদর্শক তদন্ত জিল্লুর রহমান বিটিসি নিউজকে জানান, এ মামলার জড়িত সন্দেহে উল্লেখিত তিনজনকে গ্রেফতার করে পরদিন বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.