আদমদীঘিতে ঔষধি গাছের সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ঔষধি গুণসম্পন্ন গাছের চাষ সম্প্রসারণ কর্মসূচির আওতায় ঔষধি গাছের চাষাবাদ, পরিচর্যা ও বাজারজাতকরণ বিষয়ে কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ ঘটিকায় আদমদীঘি উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন কেন্দ্রে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। দিন ব্যাপি প্রশিক্ষনে প্রশিশক্ষণ প্রদান করেন ডিএই বগুড়ার অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দিপ্তী রানী রায় ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আদুরী তমা।
প্রশিক্ষণে প্রশিক্ষণ উপকরণ, প্রদানসহ খাবার ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন ব্লকের ৩০ জন কৃষক-কৃষাণী এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ গ্রহন করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.