আদমদীঘিতে ঐতিহাসিক ৭মার্চ পালিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও থানাসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে বগুড়ার আদমদীঘি উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ রোববার (০৭ মার্চ) সকালে আদমদীঘি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়।
পরে শহীদ মিনার চত্বরে এক মিনিট নিরবতা পালন ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর আলম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমূখ।
এ ছাড়া উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুস্পমাল্য প্রদান ও থানা পুলিশ পৃথক পৃথক আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রচার করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.