আদমদীঘিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্টান জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বেসরকারি শিক্ষা ব্যবস্থা বৈষম্য দুরীকরণের লক্ষ্যে আদমদীঘি উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক পর্য্যায়ে বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক ও কর্মচারিদের চাকুরী জাতীয়করণের দাবীতে মানববন্ধন কর্মসুচী ও ইউএনওর নিকট স্বারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত আদমদীঘি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসুচী পালন করেন বিভিন্ন মাদরাসা ও মাধ্যমিক পর্য্যায়ের শিক্ষক কর্মচারীবৃন্দ।
মানববন্ধন চলাকালে সভাপতিত্ব করেন, মাধ্যমিক স্কুল জাতীয়করণ সমন্বয়ক শিক্ষক আব্দুল মজিদ, আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক স্কুল জাতীয়করণ সমন্বয়ক শিক্ষক আব্দুল আলিম, মির্জা আবুল কালাম আজাদ, মোহসীন ইসলাম, জহুরুল ইসলাম, মাওঃ রহমতুল্ল্যা প্রমুখ।
মানববন্ধন শেষে তাদের দাবী সম্বলীত একটি স্বারকলিপি শিক্ষা উপদেষ্টা বরাবর আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসারের নিকট প্রদান করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.