আদমদীঘিতে একই পরিবারের স্বামী স্ত্রীসহ ৪জন করোনা সনাক্ত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে চট্রগ্রাম ও গাজীপুর ফেরত একই পরিবারের স্বামী স্ত্রী সন্তানসহ চারজন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের পজিটিভ রিপোর্ট আসে। এর আগে উপজেলায় আরও ৭জন করোনা আক্রান্ত হন। এরমধ্যে ৪জন সুস্থ্য রয়েছেন। বর্তমানে এই তিনজনসহ ৭জন করোনা আক্রান্ত রোগি চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: শহীদুল্লাহ দেওয়ান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, উপজেলার সান্তাহার ইউপির ছাতনি-ঢেকড়া গ্রামের রেজাউল ইসলাম (৫০) তার স্ত্রী লিপি বেগম (৪০) ও ছেলে রফিকুল ইসলাম (২০) বেশ কয়েক দিন আগে চট্রগ্রাম থেকে বাড়ি আসেন।

এছাড়া উপজেলার কুন্দগ্রাম ইউপির শিববাটী তিলছ গ্রামের গোলাম রব্বানী ঈদ উপলক্ষে কয়েকদিন আগে গাজীপুর থেকে বাড়িতে আসে। খবর পেয়ে গতকাল বুধবার স্থানীয় ১১জন সেচ্ছাসেবী দলের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে পাঠান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ওই চারজনের পজিটিভ রিপোর্ট আসলে তাদের বাড়িতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.