আদমদীঘিতে এআইএসে‘র উঠান বৈঠক অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: কৃষি তথ্য সার্ভিস পাবনার আয়োজনে “বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র সমূহ শক্তিশালীকরণের মাধ্যমে ই-কৃষি বিস্তার শীর্ষক কর্মসূচী”-এর আওতায় এক “উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জুন)) সকালে বগুড়ার আদমদীঘি উপজেলা কুন্দগ্রাম কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মো. আব্দুল্লাহ-হিল-কাফির সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মুহা. মশিদুল হক।
উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলার উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী ও কৃষি স¤প্রসারণ অফিসার দিপ্তী রানী রায়, উপ সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ। উঠান বৈঠকে “বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ শক্তিশালী করণের মাধ্যমে ই-কৃষি বিস্তার, কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের (এআইসিসি) সুষ্ঠু ব্যবস্থাপনা, কৃষিতে ব্যবহারযোগ্য বিভিন্ন অ্যাপস কৃষকের জানালা, বালাইনাশক সহায়িকা, রাইস নলেজ ব্যাংক, খামারি অ্যাপ, গম ও ভূট্টা তথ্য ভান্ডার, কৃষি প্রযুক্তি ভান্ডার, সম্পর্কে বিষদ আলোচনা করা হয়।
উঠান বৈঠকে এই ক্লাবের সদস্য এবং স্থানীয় কৃষাণ-কৃষাণীসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.