আদমদীঘিতে ইরি-বোরো ধানের শীষ দেখে মহা খুশিতে কৃষক , যেদিকে চোখ যায় অপরুপ সমাহার

হাফিজার রহমান আদমদীঘি (বগুড়া) থেকে:  শস্য ভান্ডার বলে খ্যাত আদমদীঘি উপজেলার যেদিকেই চোখ যায় শুধু ধানের শীষের অপরুপ সমাহার। ইরি-বোরো ফসলের মাঠে যেন বাতাসের দোলা খাচ্ছে ধানের শীষ।

চারিদিকে এক নয়নাভিরাম দৃশ্য। তা দেখে মহা খুশিতে কৃষকের মনে দোলা দিচ্ছে এক ভিন্ন আমেজ। আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলনের আশা করলেও তাদের মনে ভয় জাগছে প্রাকৃতিক দৃর্যোগ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি।

আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে ১২ হাজার ৪শত হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা হয়েছে। এবার কৃষকরা জিরাশাইল, পারিজা, ব্রিধান-২৮,২৯,৫০,৬৪, হাইব্রিড-তেজ, এসিআই-১ বলিয়া-২সহ প্রভৃতি জাতের ইরি-বোরা ধানচাষ করছেন।

এবার ইরি বোরো আবাদে তেমন কোন রোগবালাই আক্রান্ত হয়নি। বিগত কয়েক বছরের মধ্যে ইরি বোরো ধানগাছে রয়েছে সুন্দর তেজ। সেই ধানের গাছ ভাল রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষকরা সার্বক্ষনিক পরিচর্যা করায় এখন ধান গাছে বড়বড় শীষ বের হয়ে খাচ্ছে বাতাসের দোলা। আনন্দে দুলছে কৃষকদের মন।

আবহাওয়া অনুকুলে থাকায় ফুরফুরে মেজাজে রয়েছে কৃষকরা। কৃষক মিজানুর রহমান, আব্দুল মতিনসহ অনেক কৃষকরাই বাম্পার ফলনের আশা করছেন।

তবে তাদের মনে সর্বদা প্রাাকৃতিক দুর্যোগ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আতংক বিরাজ করছে। উপজেলা ভারপ্রাপ্ত সৈয়দ শাহিনুর ইসলাম বিটিসি নিউজকে জানান, কৃষকরা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী আবাদ করায় ইরি-বোরো ক্ষেতে রোগবালাই কম থাকায় এবং আবহাওয়া অনুকুলে থাকলে এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.