আদমদীঘিতে ইরি-বোরো জমিতে বিঘাপ্রতি এক হাজার টাকা সেচ মূল্য নির্ধারন না মানলে ব্যবস্থা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় বিভিন্ন গভীর নলকুপ স্ক্রীমে ইরি-বোরো আবাদে সেচ সুবিধা নিশ্চিত বিঘাপ্রতি অতিরিক্ত হারে অর্থ আদায়ের অভিযোগের প্রেক্ষিতে সেচ মূল্য নির্ধারন করতে উপজেলা সেচ ব্যবস্থা সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ জানুয়ারী আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কামরুজ্জামান, আদমদীঘি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক, গভীর নলকুপের মালিকসহ কমিটির অপর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমান জানান, অত্র উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে সর্বত্র সেচসুবিধা নিশ্চিত করতে গভীর নলকুপ স্ক্রীমের আওতায অবস্থিত জমিতে সেচ সুবিধা নির্বিঘ্ন করতে সরকারী ভাবে বিঘাপ্রতি শুধু ইরি-বোরো সেচ মূল্যা বাবদ এক হাজার টাকা ও আমন মৌসুমে সেচের মূল্য বিঘাপ্রতি আরও দুইশত টাকা নির্ধারন করা হয়েছে।

কোন গভীর নলকুপের মালিক অতিরিক্ত টাকা আদায় করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে তেতুলিয় গ্রামের কৃষক আব্দুর রহমান, এচাহাক, লিটনসহ অনেকই অভিযোগ করেন তাদের নিকট থেকে প্রতিবিঘা জমিতে ইরি-বোরো সেচ দিতে ১৫০০ থেকে ১৬০০টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসারের নিকট অভিযোগও করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.