আদমদীঘিতে ইউপি সদস্যসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৭২ পিস ইয়াবা উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রানীনগরের ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ৭২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

পুলিশ বিটিসি নিউজকে জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় আদমদীঘি থানা ও ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে সান্তাহার আদর্শ গ্রাম এলাকার কালামের ছেলে ফিরোজের বাসা থেকে ২১পিস ইয়াব উদ্ধারসহ ফিরোজ আহমেদ ও রানীনগরের শিম্বা গ্রামের হাতেম আলীর ছেলে শুকুর আলীকে গ্রেফতার করে।

শুকুর আলী নওগাঁর রানীনগর সদর ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা রয়েছে। এবং সাফিন আবাসিক হোটের সামনে সড়কে বিক্রির সময় ৫১পিস ইয়াবাসহ রথবাড়ীর নজরুল ইসলামের ছেলে জনি হোসেন (৩০) কে গ্রেফতার করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.