আদমদীঘিতে আলু’র গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ছাইফুল ইসলাম নামের এক কৃষকের বর্গা নেয়া ২০শতক জমিতে লাগানো উঠতি আলুর গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে আদমদীঘির ছোটআখিড়া গ্রামের মাঠে এ ঘটনাটি ঘটিয়েছে। এতে কৃষকের প্রায় ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ছোটআখিড়া গ্রামের ক্ষতিগ্রস্থ্য ছাইফুল ইসলাম জানান, তিনি ২০ শতক জমি বর্গা নিয়ে তাতে দেশী জাতের আলু চাষ করেন। বর্তমানে আলু পরিপক্ক রুপ ধারন করেছে। অল্প দিনের মধ্যে আলু তোলার পরিকল্পনা রয়েছে।
সোবমার রাতে কে বা কারা পূর্বশক্রতাবসত: ওই জমির উঠতি আলু গাছ উপড়ে ফেলে ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক আবু জানান, আলু ক্ষেত বিনষ্ট করা অমানবিক কাজ। যেই করুক তা সঠিক করেনি। এরসঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হওয়া দরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.