আদমদীঘিতে আধা কেজি গাঁজাসহ একজন গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে আধা কেজি গাঁজাসহ ইউনুছ আলী (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার কুসুম্বী সোনারপাড়ার আব্দুল গফুর মন্ডলের ছেলে।
শনিবার (২৪ জুন) রাতে উপজেলার সুদিন সন্যাশতলি মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করলেও রফিকুল ইসলাম নামের অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে পুলিশ জানায়। এ ঘটনায় আদমদীঘি থানায় কুসুম্বীর ইউনুছ আলী ও তেঁতুলিয়ার রফিকুল ইসলাম রফিককে আসামী করে মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাতে আদমদীঘির সুদিন গ্রামের সন্যাশতলি মন্দির এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ইউনুছ আলী নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তার নিকট থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করে। এসময় রফিকুল ইসলাম রফিক নামের অপরজন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতকে রোববার দুপুরে আদারতে প্রেরন করা হয়েছে বলে থানার উপ পরিদর্শক তারেক হোসেন জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.