আদমদীঘিতে আদালতের ওয়ারেন্টমুলে ও সন্দেহজনক ৯ জন গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে ও সন্দেহ জনকমুলে ৯ জন আসামীকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে এসব আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, আদারতের ওয়ারেনটমুলে আদমদীঘি উপজেলা সদরের শিয়ালশন গ্রামের নাসির উদ্দিনের ছেলে আকতার আলী, ডহরপুর গ্রামের আমজাদ আলীর ছেলে ইউনুছ আলী, সুদিন গ্রামের আলেফ উদ্দিনের স্ত্রী জামিলা বেগম ও সাহেব আলীর ছেলে ওমর ফারুক, সান্তাহার লকু পশ্চিম কলোনীর লুলু সরদারের ছেলে ফরহাদ হোসেন, জোড়পুকুরিয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে লিটন আলী ও বড়আখিড়া গ্রামের জাহিদুল রহমানের স্ত্রী শাহিনুর বেগম।
এছাড়া সন্দেহজনক ভাবে বশিকোড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে সবুজ ও বিনাহালী গ্রামের আব্দুল ওয়াহেদ মাস্টারের ছেলে আসাদুজ্জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.