আদমদীঘিতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আজ রোববার (২১ ফেব্রয়ারী) বগুড়ার আদমদীঘি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করে দিবসের কর্মসুচী শুরু করা হয়।
এছাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাদজোহর বিভিন্ন মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। বিকেল ৪টায় শহীদ মিনার চত্বর এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.