আদমদীঘিতে অটোচার্জারের যাত্রীর সাথে অসৌজন্য আচরন প্রতিবাদ করায় মারপিটে নারীসহ আহত-৮

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অটোচার্জারের নারী যাত্রীদের সাথে অসৌজন্য আচরণ করার প্রতিবাদ করায় বখাটেদের মারপিটে অটোচার্জারের যাত্রী মুহিনী আক্তার ও তার ভাইসহ অন্তত ৮জন আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ছোট আখিড়া ঈদগাহ মাঠের নিকট পাকা রাস্তায় এঘটনা ঘটে। আহতদের মধ্যে আদমদীঘি সদরের মুহিনী আক্তার (১২) তার ভাইরিংকু (২১), হৃদয় (১৭), রাসেল (২৩) ও হারুন (২০)সহ ৫জনকে আদমদীঘি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘি সদরের লায়লা তারমেয়ে মুহিনী ছেলেসহ কয়েকজন মিলে সান্তাহার ফিরিস্তা পার্কে একটি অটোচার্জার (টমমটম) যোগে যাচ্ছিল। তারা ডহরপুর হয়ে ছোট আখিড়া ঈদগাহের নিকট পৌঁছিলে ইন্দইল ও ছোট আখিড়ার কিচু বখাটে যুবকরা অটোচার্জার যাত্রীদের সাথে অসৌজন্য আচরণ করে।

এসময় অটোচার্জার যাত্রী মোবাইল ফোনে তাদের লোকজনকে জানালে মোটরসাইকেল যোগে ঘটনা স্থলে আসেন।

এরপর বখাটেদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে বখাটেরা অটোচার্জার যাত্রীসহ আগতদের উপড় হামলা করে ছুরিকাঘাত ও লাটিপেটা করে। এতে নারীসহ অন্তত ৮জন আহত হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.