আদমদীঘিতে অগ্নিকান্ডে ৫বিঘা জমির খরের পুড়ে ছাই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির তেঁতুলিয়া গ্রামে শিশুর লাগানো আগুনে সাইদুর রহমান নামের এক কৃষকের ৫ বিঘা জমির ধানের স্তুপ করা পালার খর পুড়ে গেছে। গ্রামবাসি প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিভতে সক্ষম হয়। আজ শনিবার দুপুর ১টায় ঘটনাটি ঘটে।

সাইদুর রহমান বিটিসি নিউজকে জানায়, তিনি বাড়ীর পার্শ্বে ধান মারাই করে ৫ বিঘা জমির খর স্তুপ বা পালা করে রাখেন। আজ দুপুর ১টায় তাদের বাড়ীর ৪ বছরের এক শিশুপুত্র সকলের অজান্তে খরের পালায় অগ্নিসংযোগ করে। মুহুর্তেই আগুনের লেলিহান হলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পাশের পুকুরের পানি নিয়ে আগুন নিয়ন্ত্রন করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.