আত তাইয়ারা ট্রাভেলস ইন্টারন্যাশনালের উদ্দ্যোগে হজ্ব কাফেলার প্রশিক্ষন শিবির অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক: আত তাইয়ারা ট্রাভেলস ইন্টারন্যাশনালের উদ্দ্যোগে হজ কাফেলার প্রশিক্ষন শিবির শনিবার (১৮ জুন) সকাল সাড়ে দশটায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন শিবিরে প্রশিক্ষন প্রদান করেন হজ্ব কাফেলার মালিক মোঃ আকবর আলী। তাকে সহযোগিতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগি অধ্যাপক তৈইবুর রহমান নিজামী ও জামিয়া দারুল ওসওয়াহ দারুল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতী মোঃ ওমর ফারুক ।
এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবীসহ হজ্বে অংশ গ্রহনকারী প্রায় ৪৫ জন উপস্থিত ছিলেন। হজ্বে যাবার পরে কি করতে হবে সে বিষয়ে বলেন প্রথমে ফরজ এবাদত করা এবাদতগুলি হচ্ছে যথাক্রমে ৯ জিলহাদ, এহরাম বাধা,আরাফায় অবস্থান ও তৌফে জিয়ারা।
এছাড়াও ওয়াজিব পালন করা ওয়াজিবগুলি যথাক্রমে সাইকরা,পাথর নিকক্ষেপকরা, মাথা নাড়া করা,বিদায় তাওয়াফ করা,অকুফে মুজদালিফাসহ অন্যান্য বিষয়গুলি তুলে ধরেন। পবিত্র হজ্ব পালনে হজ্ব কাফেলায় অংশ গ্রহনকারী সদস্যগন হজ্বের কার্যাদি সর্ম্পকে জানতে চাইলে উল্লেখিত বিষয়গুলি পালন করার জন্য পরামর্শ দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.