নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ার আত্রাই নদীতে অভিযান চালিয়ে চার লাখ টাকার নিষিদ্ধ কোচাল (বাদাই) জাল ও চারটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে আত্রাই নদীর জোড়মল্লিকা-খরমকুড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার মিটার দুটি কোচাল জাল ও নৌকাগুলো জব্দ করা হয়।
পরে জালগুলো সিংড়া কোর্ট মাঠ এলাকায় জনসম্মুখে পুড়িয়ে দেন প্রশাসন। অভিযানে অবৈধপস্থায় মাছ শিকার ও জীববৈচিত্র্য ধ্বংসের অপরাধে দশজন মৎস্য শিকারীর কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
জানা যায়, মৎস্যজীবি ও জেলে সম্প্রদায়ের অভিযোগের প্রেক্ষিতে সিংড়ার ইউএনও মাজহারুল ইসলামের নির্দেশে আত্রাই নদীতে এই অভিযান চালায় মৎস্য অধিদপ্তর।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেনের নেতৃত্বে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব জামান সিদ্দিক, থানার এএসআই শিবলু রহমান সহ মৎস্য অধিদপ্তরের লোকজন অংশ গ্রহণ করেন।
প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়ে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, জীববৈচিত্র্য ভরপুর অত্র এলাকা। প্রতি বর্ষায় চলনবিলের মাছের সাথে শামুক, ঝিনুক সহ জলজ জীববৈচিত্র্য দেখা যায়। বিলজুড়ে ডানা মেলে অসংখ্য সাদাবক, বালিহাস সহ নানা প্রজাতির অতিথি পাখি। প্রশাসনের এমন অভিযান জীববৈচিত্র্য ও প্রকৃতি রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সিংড়ার ইউএনও মাজহারুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, কোন অসাধু ব্যক্তি ও দুস্কৃতিকারীরা যেন অবৈধপস্থায় মাছ ও বিলের জীববৈচিত্র্য ধ্বংস করতে না পারে সে লক্ষ্যেই প্রশাসনের অভিযান। চলনবিলের মাছের মালিক সাধারণ জনগণ। বৈধ পস্থায় সাধারণ মৎস্যজীবি সহ সকলের জন্য বিল ও নদ-নদী উন্মুক্ত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.