আত্রাইয়ে গলাকাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জবাই করা অজ্ঞাত এক নারীর(৩০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর বাজারের পাশের একটি পুকুরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত-ওসি) আবুল কালাম আজাদ বিটিসি নিউজকে বলেন, আজ সকালে পুকুরের পাড়ে গলাকাটা অজ্ঞাত ওই মহিলার লাশ দেখে থানা পুলিশে সংবাদ দেয়। দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। এখনো পরিচয় জানা সম্ভব হয়নি। আমরা পরিচয় জানার চেষ্টা করছি। মামলা তদন্ত চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.