বিটিসি স্পোর্টস ডেস্ক: দুসান ভ্লাজোভিচের একমাত্র গোলে আতালান্তাকে হারিয়ে কোপা ইতালিয়া শিরোপা জিতেছে ইউভেন্তুস। তিন বছরের মধ্যে ‘তুরিনের বুড়ি’দের প্রথম শিরোপা এটি।
রোমের স্তাদিও অলিম্পিকোয় বুধবার রাতে ১-০ গোলের জয়ে প্রতিযোগিতায় নিজেদের রেকর্ড বাড়িয়ে নেওয়া ১৫তম শিরোপাটি জেতে ইউভেন্তুস। ম্যাচের চতুর্থ মিনিটে আন্দ্রেয়া কাম্বিয়াসোর পাস পেয়ে ১২ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন ভ্লাজোভিচ।
সার্বিয়ান এই স্ট্রাইকারের একটি গোল অফসাউডের কারণে বাতিল হয়। শেষ দিকে আতালান্তার আদেমোলা লুকমান ও ইউভেন্তুসের ফাবিও মেরেত্তির শট পোস্টে বাধা পেলে আর জালের দেখা পায়নি কোনো দলই।
চাপে থাকা কোচ মাস্সিমিলিয়ানো অ্যালেগ্রির রেকর্ড পঞ্চম কোপা ইতালিয়া শিরোপা এটি।
১৯৬৩ সালে কোপা ইতালিয়া জয়ের পর আর কোনো শিরোপা জিততে পারেনি আতালান্তা। আগামী সপ্তাহে শিরোপা খরা দূর করার আরেকটি সুযোগ আছে তাদের সামনে। ডাবলিনে ইউরোপা লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ উড়তে থাকা বায়ার লেভারকুসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.